নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম বলেছেন, শিগগিরই কানাডা ও অস্ট্রেলিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হবে। এই দুই দেশে সেবা চালু হলে মোট ৯ দেশের প্রবাসী বাংলাদেশিরা বিদেশের মাটিতে বসেই এনআইডি সেবা পাবেন।
অনেকেই মনে করেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বুঝি শুধুই ভোট দেওয়ার সময় প্রয়োজন হয়। আসলে তা নয়, চাকরির আবেদন, পাসপোর্ট তৈরি, ড্রাইভিং লাইসেন্স তৈরি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিয়ের রেজিস্ট্রেশন থেকে শুরু করে এ রকম জীবনের নানা গুরুত্বপূর্ণ কাজে এনআইডির প্রয়োজন হয়।